যুক্তরাজ্যের ক্যাম্প বেসিটভাল। বিশ্বের অন্যতম বড় উৎসব হিসেবে পরিচিত এই আয়োজন। প্রতিবছর বহু মানুষের আনাগোনা হয় এই উৎসবে।
তবে চলতি বছরের উৎসব স্মরণীয় হল ভিন্ন এক কারণে। এই উৎসবে এবার সর্বোচ্চ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক নাচ। যেটি জায়গা করে নিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। একসঙ্গে ৫৯৮ জন নেচেছেন এই উৎসবে।
এর আগে একসঙ্গে এক উৎসবে এতজন কখনো নাচেননি বলে এটিকে রেকর্ডসে যুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গিনেস রেকর্ডস কর্তৃপক্ষ।
যুক্তরাজ্যের ডরসেটের লুলওয়ার্থ ক্যাসেলে প্রতিবছর অনুষ্ঠিত এই উৎসবকে উত্সবের ‘‘ছোট বোন” হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।
এতে যোগ দানে আহ্বানের জন্যে কয়েকমাস আগে থেকেই শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া।
এবারের উৎসবে সিস্টার স্লেজের ডিস্কো গান ‘‘উই আর ফ্যামিলি”কে অফিসিয়াল নাচের গান হিসেবে নির্বাচিত করা হয়।
নাচের কোরিওগ্রাফি করেন ডিস্কো চ্যাম্পিয়ন ক্লেয়ার ও টম হজসন। এতে নেতৃত্ব দেন ডাইভার্স সিটির প্রতিষ্ঠাতা ও ডিস্কো চ্যাম্পিয়ন ক্লেয়ার হজসন এমবিই।
উৎসবের কয়েকদিন আগে থেকেই কর্মশালা ও ভিডিও পাঠের মাধ্যমে অংশগ্রহণকারীদের এই নাচ প্রশিক্ষণ দেওয়া হয়।
পরে গত ২৮ জুলাই দুপুরে শুরু হয় এই নাচ। এতে অংশ নেন ৫৯৮ জন স্বেচ্ছাসেবী। ৫ মিনিট ধরে চলা নাচটিই এখন সবচেয়ে বেশি সংখ্যক মানুষের একসঙ্গে নাচের রেকর্ড করলো।
এর আগে ২০১৮ সালে ৩২৪ জন একসঙ্গে নেচে রেকর্ড করেছিলেন।
ক্যাম্প বেস্টিভাল অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য ম্যাকআর্থার ক্যান্সার ট্রাস্টের অর্থ সংগ্রহ করা। এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই ৮-২৪ বছর বয়সীদেরকে ক্যান্সারমুক্ত রাখতে কাজ করে যাচ্ছে।