Maruti Swift Sports: স্পোর্টি লুকস ও প্রিমিয়াম ফিচার্সে বাজারে আসছে নতুন সুইফট, আর কী থাকছে?

ভারতের জনপ্রিয়তম গাড়িগুলির মধ্যে অন্যতম Maruti Suzuki Swift। মাইলেজ ও দুর্দান্ত ফিচার্সের জন্য এই গাড়ির চাহিদা আকাশ ছোঁয়া। 20 জুলাই লঞ্চ হবে কোম্পানির নয়া SUV Grand Virata। এই গাড়ি লঞ্চের পরেই ভারতে Swift-এর নয়া ভেরিয়েন্ট বাজারে আনতে পারে Maruti Suzuki। এই মুহূর্তে ইউরোপের বিভিন্ন দেশে প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টে বিক্রি হয় Swift Sports। স্পোর্টি লুকসের সঙ্গে এই গাড়িতে রয়েছে বিভিন্ন প্রিমিয়াম ফিচার্স।

নতুন এই গাড়িতে স্পোর্টিনেসের উপরে জোর দেওয়া হয়েছে। গাড়ির বাইরে ও ভিতরে স্টাইলিশ স্পোর্টি ডিজাইন দেখা যাবে। প্রিমিয়াম সেগমেন্টের এই হ্যাচব্যাকে থাকছে 1.4 লিটার বুস্টারজেট টার্বো পেট্রল ইঞ্জিন। এই ইঞ্জিনে দুর্দান্ত পারফরম্যান্স মিলবে। সঙ্গে থাকছে অত্যাধুনিক হাইব্রিড প্রযুক্তি। এছাড়াও নয়া ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার হতে পারে। ডুয়াল এক্সহস্ট ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে নতুন Maruti Suzuki Swift Sports।

বর্তমান মডেলের তুলনায় নতুন Swift Sports-এ একাধিক কসমেটিক বদল দেখা যাবে। সামনে ও পিছন থেকে এই গাড়ির ডিজাইনে অনেক পার্থক্য দেখা যাবে। যা এই গাড়িকে অনেক বেশি স্পোর্টি করবে। CNG ভেরিয়েন্টেও এই গাড়ি লঞ্চ হতে পারে। যদিও ভারতে Swift Sports লঞ্চ সম্পর্কে এখনও মুখ খোলেনি Maruti Suzuki।
Maruti Suzuki Swift 2

বর্তমানে কলকাতায় Maruti Suzuki Swift-এর দাম শুরু হচ্ছে 5,91,900 টাকা (এক্স শো-রুম) থেকে। বর্তমান মডেলের থেকে অনেকটা বেশি দামে এই গাড়ি ভারতে লঞ্চ হতে পারে।

এই মুহূর্তে ভারতে Maruti Swift-এ 1197 cc K সিরিজ ডুয়াল জেট ইঞ্জিন ব্যবহার হয়। এই ইঞ্জিনে 6000 rpm-এ সর্বোচ্চ 88.50 bhp শক্তি ও 4400 rpm-এ সর্বোচ্চ 113 Nm টর্ক পাওয়া যায়। 4 সিলিন্ডার এই ইঞ্জিনের প্রতি সিলিন্ডারে 4টি করে ভাল্ভ রয়েছে। ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশনে এই গাড়ি কেনা যাবে। ARAI সার্টিফিকেশন অনুযায়ী এক লিটার পেট্রলে 23.2 km চলবে বর্তমান Swift। রয়েছে একটি 37 লিটার পেট্রল ট্যাঙ্ক। সামনের চাকায় ডিস্ক ব্রেক থাকলেও পিছনের চাকায় থাকছে ড্রাম ব্রেক।

নয়া স্পোর্টস মডেলে মাইল্ড হাইব্রিড প্রযুক্তি ব্যবহার হতে পারে। যা এই গাড়ির মাইলেজ বাড়াতে সাহায্য করবে। একই সঙ্গে কমবে দূষণ। স্পোর্টি লুকসের কথা মাথায় রেখে এই গাড়িতে ডুয়াল এক্সহস্ট দিতে পারে Maruti Suzuki। মূলত তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই এই গাড়ি ভারতে আনছে কোম্পানিটি।