Purba Bardhaman: এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে জোড়া স্বর্ণ পদক জিতল রামিশা 

Purba Bardhaman: এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে জোড়া স্বর্ণ পদক জিতল রামিশা 

Purba Bardhaman: এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে জোড়া স্বর্ণ পদক জিতল রামিশা 

থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে জোড়া স্বর্ণ পদক জয় করল বঙ্গতনয়া রামিশা দফাদার। পূর্ব বর্ধমানের কালনা শহরের ডাঙাপাড়ার বাসিন্দা রামিশা।

সেখানেও স্বর্ণ পদক জিতলেন রামিশা। চলতি বছরের ২৯-৩০ জুলাই এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নিয়ে এবারও জোড়া স্বর্ণপদক জয় করে কার্যত তাক লাগিয়ে দেয় কালনার রামিশা । রামিশার পরিবার সদস্যরা জানান, মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত তাঁরা।

থাইল্যান্ডের প্রতিযোগিরা ছাড়াও কোরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, বাংলাদেশ সহ ১৪ টি দেশের প্রায় ২১৭ জন প্রতিযোগী অংশগ্রহন করে, তার মধ্যেই প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করে রামিশাও। হুগলির কোন্নগরের “ যোগা এরা” সংস্থার হয়ে রামিশা এই প্রতিযোগিতায় নামার সূযোগ পায়।

প্রতিযোগিতার দুটি বিভাগে অংশ নেয় রামিশা। দুটিতেই প্রথম স্থান লাভ করে রামিশা জোড়া স্বর্ণ পদক লাভ করেছেন । রামিশার কোচ গৌরাঙ্গ সরকার বলেন, নিয়মিত যোগাসন অভ্যাস ও কঠোর অনুশীলন এই সাফল্য এনে দিয়েছে । রামিশা ছোটো থেকেই প্রশিক্ষন নিচ্ছে। আমার আশা রামিশা ভবিষ্যতে অনেক দূর এগোবে । ওর প্রতি আমার শুভ কামনা রইল ।