T20 World Cup 2022: সেমিফাইনালে ইংল্যান্ড, ছিটকে গেল চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

T20 World Cup 2022: সেমিফাইনালে ইংল্যান্ড, ছিটকে গেল চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

England: ২ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয়। গ্রুপ ১ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড।

গ্রুপ ১ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। সুপার ১২-এর প্রথম ম্যাচে কিউয়িদের কাছে বড় ব্যবধানে হারের ফলেই নেট রান রেটে অনেক পিছিয়ে ছিল অজিরা। ইংল্যান্ডের সঙ্গে তাদের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে অনেকটাই এগিয়ে ছিল। ফলে এ দিনের জয়েই সেমিফাইনাল নিশ্চিত হল ইংল্যান্ডের। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুটা ভাল হলেও বড় রান করতে ব্যর্থ তারা। সুপার টুয়েলভে এমনটাই দেখা গিয়েছে। কোনও ম্যাচে ব্যাটিং বিভাগ অনবদ্য খেলেছে। আবার কোনও ম্যাচে বোলিং। টিম হিসে পারফরম্যান্স করতে ব্যর্থ তারা। এ দিনও ব্যাটিংয়ে কার্যত ওয়ান ম্যান শো। পাথুম নিশাঙ্ক ৬৭ রানের ইনিংস খেলেন। উল্টোদিক থেকে একের পর এক উইকেট পড়তে থাকে। ইংল্যান্ড পেসার মার্ক উড ৩ উইকেট নেন।

রান তাড়ায় শুরুটা ভাল হয় ইংল্যান্ডের। অধিনায়ক জশ বাটলার ২৩ বলে ২৮ রানে ফেরেন। তবে অ্যালেক্স হেলস ৩০ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। হেলস আউট হতেই সাময়িক চাপে পড়ে ইংল্যান্ড। পরপর উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। যদিও অঘটন হতে দেননি বেন স্টোকস। ৩৬ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। শ্রীলঙ্কার দুই স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা এবং ধনঞ্জয় ডি’সিলভা ২টি করে উইকেট নেন। এখনও অবধি যা পরিস্থিতি, একটি সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হবে।